চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানে ২১ হাজার টাকা জরিমানা - DESHKOTHA24

চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানে ২১ হাজার টাকা জরিমানা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: December 3, 2025

চাঁদপুর শহরের প্রেসক্লাব রোড ও মদিনা শপিং মলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সোমবার এক অভিযান পরিচালনা করেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানে ফিজিশিয়ান স্যাম্পল ও অনুমোদনহীন কাশের চকলেট বিক্রির জন্য ইউনিক ফার্মাকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। মিষ্টির শিরায় পোকা এবং সিগারেটের অংশ পাওয়ায় ওয়ান মিনিট নামে একটি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একজন ভোক্তার অভিযোগের ভিত্তিতে আমদানিকারকের স্টিকার না থাকার কারণে রেড রোজ কসমেটিকসকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই জরিমানার আদেশ দেন। তিনটি প্রতিষ্ঠানই তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করে ভবিষ্যতে অনিয়ম না করার অঙ্গীকার করে।

 

অভিযান চলাকালে অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। ব্যবসায়ীদের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়। সার্বিক সহায়তায় ছিল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম।

 

দপ্তর জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।