শাহরাস্তিতে মেহের ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ - DESHKOTHA24

শাহরাস্তিতে মেহের ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: December 4, 2025

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় মেহের ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ আবু ইউসূফ (রূপন) এবং যুগ্ন সাধারণ সম্পাদক ইকবাল পাটোয়ারী।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা ছাত্রদলের আহবায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, পৌর ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম জুয়েল, যুগ্ম আহবায়ক রাসেল ইসলাম সুজন এবং সদস্য সচিব তানভীর হাসান সোলায়মান।

দোয়া মাহফিলে অংশ নেন পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ ফজলে রাব্বি, শাহাদাত হোসেন, মেহেদী, ফাহিম, হৃদয়, জহির, আরমান, ইমামসহ কলেজের আরও বহু ছাত্রনেতা।

অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং দেশ ও গণতন্ত্রের জন্য তাঁর দীর্ঘ রাজনৈতিক অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, খালেদা জিয়া সুস্থ হয়ে দ্রুত জাতির সামনে ফিরে আসবেন—এটাই তরুণ নেতাদের আশা।

দোয়া ও মিলাদ শেষে উপস্থিত নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে অসুস্থ নেত্রীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।