চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) কর্মীরা নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অধিকার আদায় পরিষদের শাহরাস্তি শাখার আহবায়ক মোঃ আক্তার হোসেনের নেতৃত্বে ৯ ইউনিয়ন ও পৌরসভার সব পরিবার পরিকল্পনা মাঠকর্মী এতে অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরিবার কল্যাণ পরিদর্শিকা রাজিয়া সুলতানা, পরিবার কল্যাণ সহকারী শামসুন নাহার, পরিবার পরিকল্পনা পরিদর্শক হারুনুর রশিদ ও ইকবাল হোসেন।
অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করলেও নিয়োগবিধি চূড়ান্ত না হওয়ায় তাদের পদোন্নতি, বেতন কাঠামো ও কর্মপরিবেশে বৈষম্য রয়ে গেছে। তারা বলেন, দ্রুত নিয়োগবিধি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও বিস্তৃত হবে। কর্মবিরতির ফলে দিনব্যাপী মাঠপর্যায়ের পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম ব্যাহত হয়।
