চাঁদপুরে শাহরাস্তি থানা পুলিশের নজিরবিহীন অভিযান, সাইবার নিরাপত্তা হুমকির জন্য কিশোর গ্রেফতার - DESHKOTHA24

চাঁদপুরে শাহরাস্তি থানা পুলিশের নজিরবিহীন অভিযান, সাইবার নিরাপত্তা হুমকির জন্য কিশোর গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: December 3, 2025

দেশীয় সাইবার নিরাপত্তা রক্ষায় শাহরাস্তি থানা পুলিশের এক ব্যতিক্রমী অভিযান পুলিশের দক্ষতা ও প্রযুক্তির জোড়ালো প্রমাণ হয়ে রইল।

২৬ নভেম্বর, রাত ৯টা ৩৫ মিনিটে, শাহরাস্তির উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) শফিকুল ইসলাম তথ্য প্রযুক্তির সহায়তায় সঙ্গীয় ফোর্স নিয়ে খেড়িহর সাকিনে অভিযান পরিচালনা করে এক তরুণকে গ্রেফতার করেন। ধৃত আসামীর নাম ইমন হোসেন (১৯), পিতা- রফিকুল ইসলাম, মাতা- নিলুফা বেগম, স্থানীয় চিতোষী পূর্ব ইউনিয়নের ৬ নং ওয়ার্ড।

 

পুলিশ জানায়, ইমন হোসেন তার মোবাইল ব্যবহার করে দেশের রাষ্ট্রীয় নিরাপত্তা বিপন্ন করার চেষ্টা করেছেন। তিনি শিশু পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিতরণ সংক্রান্ত তথ্য ইমেইলে প্রেরণ এবং বিভিন্ন স্থানে বিজ্ঞাপন প্রচার করেছিলেন। এছাড়া, তার ইউটিউব চ্যানেল “Islamic Information”-এ নাশকতামূলক ভিডিও ও পোস্ট প্রদান করার প্রাথমিক স্বীকারোক্তি পুলিশকে দিয়েছেন।

 

ঘটনার প্রেক্ষাপট অনুযায়ী, ২৫ নভেম্বর রাতে ইন্টারপোলের মাধ্যমে গুগল থেকে প্রাপ্ত সতর্কবার্তায় জানা যায়, বাংলাদেশে বিশেষভাবে রাজধানী ঢাকার যে কোনো স্কুলে হামলার পরিকল্পনা হতে পারে। বিষয়টি হেডকোয়ার্টার্সে জানানো হলে, চাঁদপুর পুলিশ সুপার শাহরাস্তি থানাকে তদন্তের নির্দেশ দেন।

 

এসআই শফিকুল ইসলাম তথ্য প্রযুক্তি ব্যবহার করে ইমেইল এবং মোবাইল নম্বর যাচাই-বাছাই করে শনাক্ত করেন আসামীকে। পরবর্তীতে, ধৃত ইমন হোসেনকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।

 

শাহরাস্তি থানার এই অভিযানের প্রশংসা করে স্থানীয়রা বলছেন, “কোনও ধরণের সাইবার হুমকি বা নাশকতার পরিকল্পনা এখন আর অজানার মতো নয়। পুলিশ সতর্কতা এবং প্রযুক্তির ব্যবহার দিয়ে দ্রুত ব্যবস্থা নিয়েছে।”

 

এটি শুধু গ্রেফতারের গল্প নয়, বরং দেশের নিরাপত্তা ও সাইবার সচেতনতার দৃষ্টান্ত।